বৃহস্পতিবার সারাদিন দিল্লিতে সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে সন্ধ্যেয় মুম্বইয়ে উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে ও এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেছেন অভিষেক। ইন্ডিয়া জোটের সামগ্রিক নেতৃত্ব ও জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁদের মধ্যে।