Sambad Samakal

BJP: ভোট হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা! ‘পাল্টা মারের’ হুঁশিয়ারি সুকান্তর

Jun 6, 2024 @ 4:52 pm
BJP: ভোট হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা! ‘পাল্টা মারের’ হুঁশিয়ারি সুকান্তর

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া কয়েক’শো বিজেপি কর্মী! বৃহস্পতিবার কলকাতার মহেশ্বরী ভবনে আক্রান্ত সেই কর্মীদের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই ‘পাল্টা মারের’ হুঁশিয়ারি দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “পুলিশ প্রশাসন কোনও কাজ করছে না। জয়নগর, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন এলাকার কর্মীরা এখানে আশ্রয় নিয়েছেন। বর্ধমান, বসিরহাটের পার্টি অফিসেও কর্মীরা রয়েছেন। সব যায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে। তৃণমূল যদি সংযত না হয়, তাহলে পরিষ্কার বলছি, তাহলে সব যায়গায় পাল্টা মার মারব আমরা।”

Related Articles