অষ্টাদশ লোকসভায় জিতে আগামী শনিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যাচ্ছে, শুক্রবারই ভারতে চলে আসবেন হাসিনা। শনিবার নয়া দিল্লিতে মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ক্ষমতায় আসার পর থেকেই বারবারই ‘ভারতবন্ধু’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথগ্রহণে উপস্থিত থেকে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার বার্তাই দিতে চলেছেন তিনি।