Sambad Samakal

Congress: মোদির শপথের আগেই লোকসভায় শক্তিবৃদ্ধি কংগ্রেসের! যোগ দিলেন ২ সাংসদ

Jun 6, 2024 @ 6:20 pm
Congress: মোদির শপথের আগেই লোকসভায় শক্তিবৃদ্ধি কংগ্রেসের! যোগ দিলেন ২ সাংসদ

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের আগেই সংসদে আরও শক্তি বাড়ল কংগ্রেসের! জানা যাচ্ছে, ২ নির্দল বিধায়ক কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সেঞ্চুরি পার করল কংগ্রেসের সাংসদ সংখ্যা।

সংবাদসংস্থা সূত্রে খবর, বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গেই আরও এক জন নির্দল সাংসদ কংগ্রেসে যোগ দিচ্ছেন।

Related Articles