Sambad Samakal

WB JEE Result: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, প্রথম দশে কারা?

Jun 6, 2024 @ 3:24 pm
WB JEE Result: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, প্রথম দশে কারা?

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাজয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। মেধাতালিকায় থাকা প্রথম দশ জনের নাম এদিন ঘোষণা করা হয়েছে। এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছে কল্যাণী এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভদীপ পাল ও তৃতীয় হয়েছে বিশপ মরো স্কুল কৃষ্ণনগরের বিবস্বান বিশ্বাস।

এবারের মেধাতালিকায় থাকা ৪ জন পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়া ও ৪ জন সিবিএসই বোর্ডের পড়ুয়া। তবে উল্লেখযোগ্য ভাবে, রাজ্য জয়েন্টের প্রথম দশের মেধাতালিকায় কোনও ছাত্রী নেই। এদিন বিকেল ৪টে থেকে পড়ুয়ারা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে।

Related Articles