তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। ইন্ডিয়া জোট এখনই সরকার গঠনের প্রক্রিয়ায় অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে দিল্লিতে বিকল্প ‘তৃতীয় ফ্রন্ট’ গঠন করে সরকার গঠনের দিকে ঝাঁপাতে পারে বিরোধী দলগুলোর একাংশ। আর সেই উদ্যোগে সামিল রয়েছে বাংলার তৃণমূল কংগ্রেসও।
জানা যাচ্ছে, সমাজবাদী পার্টি, শিবসেনা, আপ, তৃণমূল সহ একাধিক পার্টি ইতিমধ্যেই নিজেদের মধ্যে এই বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছে। এনডিএ থেকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে ভাঙিয়ে আনতে পারলে, তা অসম্ভব নয়। সেক্ষেত্রে বাধ্য হয়েই কংগ্রেসকে বাইরে থেকে হলেও ‘তৃতীয় ফ্রন্ট’কে সমর্থন দিতে হবে। মনে করা হচ্ছে, নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদ ও চন্দ্রবাবু নাইডুর দলকে স্পিকারের পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে তৃতীয় ফ্রন্টের তরফে। তবে পুরো বিষয়টিই এখন পরিকল্পনার স্তরে রয়েছে। এখন দেখার শেষপর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত হয় কিনা।