দীর্ঘ দু’মাস ধরে চলা লোকসভা ভোটের জন্য রাজ্যজুড়ে থমকে গিয়েছে উন্নয়নমূলক কাজের গতি। আর তাই ভোট মিটতেই উন্নয়নের কাজে জোর দিতে নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার দুপুরে নবান্ন সভাঘরে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি সহ প্রশাসনের কর্তারা এই বৈঠকে যোগ দেবেন। এছাড়াও সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপাররাও বৈঠকে থাকবেন। থমকে থাকা উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে যাওয়ার রূপরেখা তৈরি হবে এই বৈঠকে।