সন্দেশখালি কাণ্ডে জেলবন্দি রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে এবারের লোকসভা ভোটে সন্দেশখালি কাণ্ডে বিরাট হইচইয়ের পরেও বিপুল ভোটে বসিরহাট লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। আর শুক্রবার আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার দাবি করলেন শাহজাহান।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহজাহান বলেন, “আমও আগেই বলেছিলাম, আমরা জিতব।” প্রসঙ্গত, এদিন শাহজাহানকে পেশ করার সময়ে আদালত চত্বরে তাঁর অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মত। এমনকী শাহজাহানকে ঘিরে এদওন আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগানও ওঠে।