চব্বিশের লোকসভা ভোটে কোচবিহার থেকে হেরে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর তারপরেই কার্যত দলবদলের হিড়িক পড়ে গিয়েছে কোচবিহার জুড়ে।
জানা যাচ্ছে, একের পর এক বিজেপির পঞ্চায়েত দখল করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভেটাগুড়ি ১, ২ ও মাতালহাট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে। ভোটের আগে নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত এই ভেটাগুড়িতেই কার্যত প্রচার করতেও পারেনি তৃণমূল কংগ্রেস। একাধিকবার আক্রান্ত হতে হয়েছে দলীয় কর্মীদের। তবে নিশীথ প্রামাণিক হেরে যেতেই বিজেপির সংগঠন কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে।
বিজেপির জেলা নেতৃত্বের দাবি, জোর করে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এতদিন পরে সন্ত্রাসমুক্ত কোচবিহারের জন্য বিজেপি কর্মীরা স্বেচ্ছায় দলবদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন।