ভরদুপুরে রানিগঞ্জে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির চেষ্টা! জানা যাচ্ছে, সেনকো গোল্ডের দোকানে হানা দেয় টকদল ডাকাত। আশেপাশের লোকজন দেখে ফেলায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি ছু্ঁড়তে ছুঁড়তে এলাকা থেকে চম্পট দেয় তারা। পাল্টা ছোঁড়া পুলিশোর গুলিতে আহত হয়েছে এক দুষ্কৃতি। গোটা এলাকায় নাকাবন্দি করে ডাকাতদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে রানিগঞ্জ থানার পুলিশ।