শেষ কয়েক দিন ধরেই তীব্র অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল আম জনতা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত ঘর্মাক্ত গরমের অনুভূতি বজায় থাকবে। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। দিনের বেলায় কড়া রোদের তেজ থাকলেও, বেলার দিকে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এখনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৩ শতাংশ।