রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর তৃতীয় মোদি মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হতে চলেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর! জানা যাচ্ছে, এদিন সকালে মোদির আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়েছিলেন শান্তনু।
সূত্রের খবর, মোদির চ-চক্রে আমন্ত্রণ পাওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন। এই জল্পনা সত্যি হলে, বাংলা থেকে প্রথম কোনও সাংসদ মোদি মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর মর্যাদা পেতে চলেছেন। প্রসঙ্গত, এর আগে জাহাজ ও জলেথ পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মনে করা হচ্ছে, এদিন মোদির সঙ্গেই শপথগ্রহণ করতে পারেন আরও কয়েকজন পূর্ণমন্ত্রীও। যদিও মন্ত্রীত্ব বণ্টনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।