ভোট মিটে যাওয়ার পরে এখনও বিভিন্ন স্কুলে ক্যাম্প করে রয়েছে কেন্দ্রীয় বাহিনী! আর তার জেরেই ব্যাহত হচ্ছে পঠনপাঠন! অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।
সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন। মামলাকারীদের দাবি, অবিলম্বে যেন কেন্দ্রীয় বাহিনীকে স্কুল খালি করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। যাবে পঠনপাঠন স্বাভাবিক ভাবে শুরু করা যায়। জানা যাচ্ছে, বুধবার মামলাটির শুনানি হতে পারে।