গরমের বর্ধ্বিত ছুটির পরে আজ সোমবার থেকে খুলে গিয়েছে রাজ্যের সব স্কুল। কিন্তু ভোট মিটে গেলেও এখনও কিছু স্কুলে ক্যাম্প করে রয়ে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এর জেরে খোলা যাচ্ছে না স্কুল। ইতিমধ্যেই মামলা দায়েরও হয়েছে কলকাতা হাইকোর্টে। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ দিল নবান্ন।
সোমবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও স্কুলে ক্যাম্প করে থাকবে না কেন্দ্রীয় বাহিনী। সমস্ত জেলা প্রশাসনকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখার জন্য বিকল্প স্থান করে দিতে হবে। আগামীকাল, মঙ্গলবার থেকে যাতে রাজ্যের সমস্ত স্কুলে পঠনপাঠন শুরু হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দফতরকে।