মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা! জানা যাচ্ছে, সোমবার মণিপুরের হিংসা বিধ্বস্ত জিরিবাম এলাকায় সফরে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে থাকা নিরাপত্তার গাড়ির ওপর চারিদিক থেকে হামলা হয়।
তীব্র গুলির লড়াই শুরু হয় পুলিশকর্মীদের সঙ্গে। পরে পালিয়ে যায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা বেশ কয়েক জন পুলিশকর্মী। যদিও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলেই খবর।