ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
শুভেন্দুর দাবি, ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চালাচ্ছে তৃণমূল। এমনকী হাজর হাজার মানুষ ঘরছাড়া বলেও দাবি তাঁর। এই পরিস্থিতিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, এমনই দাবি তুলেছেন তিনি। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।