মণিপর থেকে সংসদে বিরোধীদের সম্মান, একাধিক বিষয়ে মোদি সরকারকে ‘রাজধর্ম’ পালনের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত! জানা যাচ্ছে, আরএসএস-এর একটি অনুষ্ঠানে মোদি সরকারের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি।
মণিপুর প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, “বিগত এক বছর ধরে মণিপুর জ্বলছে। এক সময়ে সেখানকার সন্ত্রাসবাদী গ্যাং শেষ হয়ে গিয়েছিল। মানুষ শান্তির খোঁজ করছে। এই বিষয়ে কে নজর দেবে? অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।”
এছাড়াও সংসদে বিরোধীদের গুরুত্ব প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, “গণতন্ত্রে এক পক্ষ জিতবে, অন্য পক্ষ হারবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীদের বিরোধী ভাবলে হবে না। তাদের প্রতিপক্ষ মনে করতে হবে৷ সম্মান করতে হবে। তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে।”