সদ্য সমাপ্ত স্নাতক স্তরের নিট বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। জানিয়ে দেওয়া হল, এই মুহূর্তে পুনরায় পরীক্ষা নেওয়ার কোনও প্রয়োজন নেই। কাউন্সেলিং প্রক্রিয়াও স্থগিতাদেশ দিতে রাজি হয়নি সুপ্রিমকোর্ট।
তবে এদিন সুপ্রিমকোর্ট প্রশ্ন ফাঁস কাণ্ডে ন্যাশানাল টেস্টিং এজেন্সির কাছ থেকে রিপোর্ট তলব করেছে। আগামী ৮ জুলাই সেই রিপোর্ট পাওয়ার পরে মামলাটির পরবর্তী শুনানি হবে।