আগামী ১০ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভা আসনে। আর মানিকতলা থেকে তৃণমূলের টিকিটে লড়তে চলেছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে।
তৃণমূলের তরফে মানিকতলা বিধানসভার আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। অন্যদিকে, চিফ ইলেকশন এজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য রাউতকে। যদিও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী সহ কোনও নামই ঘোষণা করা হয়নি তৃণমূলের তরফে।
প্রসঙ্গত, এদিন নবান্নে কুণাল ঘোষ, অতীন ঘোষ সহ মানিকতলা বিধানসভার সমস্ত নির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রে।