ভোট মিটতেই ফের স্বপদে বহাল হলেন রাজ্যের ৪ পুলিশ কর্তা! ভোট চলাকালীন নির্বাচন কমিশনের তরফে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ৪ জন পুলিশ আধিকারিককে। মঙ্গলবার তাঁদের নিজেদের পদে ফের বহাল করার নির্দেশ দিল নবান্ন।
নবান্নের জারি করা নির্দেশিকা অনুযায়ী, দার্জিলিংয়ে ডিএসপি পদে ফিরলেন আজহারউদ্দীন খান, কাঁথির এসডিপিও পদে ফিরলেন দিবাকর দাস, মিনাখাঁর এসডিপিও পদে ফিরলেন আমিনুল ইসলাম খান ও হাওড়া গ্রামীণের ডিএসপি পদে ফিরলেন অমিতাভ কোনার।