মন্ত্রিসভা গঠনের পরেই বাংলার জন্য বরাদ্দ ছাড়ল মোদি সরকার! জানা যাচ্ছে, রাজস্ব বাবদ আদায় হওয়া প্রায় ১০ হাজার কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করেছে মোদি সরকার।
কয়েক দিনের মধ্যেই সেই অর্থ চলে আসবে বলে খবর। বাংলার রাজ্য সরকার সামাজিক প্রকল্প বা উন্নয়নমূলক কাজে এই অর্থ খরচ করতে পারবে। প্রসঙ্গত, আজ মঙ্গলবারই নবান্নে প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারআগে মোদি সরকারের এই অর্থ বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।