Sambad Samakal

Abhisek Bandyopadhyay: রাজনীতি থেকে সরছেন অভিষেক?

Jun 12, 2024 @ 3:26 pm
Abhisek Bandyopadhyay: রাজনীতি থেকে সরছেন অভিষেক?

রাজনীতি থেকে সরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল সেনাপতি। আর বুধবার সকালে এই পোস্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। তবে অভিষেক জানিয়েছেন, এই বিরতি সাময়িক। চিকিৎসার জন্য আপাতত কয়েকদিন রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন বলে জানান।

অভিষেক লিখেছেন, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।”

Related Articles