রাজ্যে বার্ড ফ্লু আক্রান্ত চার বছরের শিশু। তার শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস মিলেছে। এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যাথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত ওই শিশু।
জানা গিয়েছে, শিশুটির বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু আক্রান্ত হয় সে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। প্রায় তিন মাস ধরে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি।
