Sambad Samakal

Bimal Gurung: মদন তামাং হত্যা মামলায় বিপাকে বিমল গুরুং! কী নির্দেশ হাইকোর্টের?

Jun 13, 2024 @ 4:16 pm
Bimal Gurung: মদন তামাং হত্যা মামলায় বিপাকে বিমল গুরুং! কী নির্দেশ হাইকোর্টের?

২০১০ সালে প্রকাশ্য দিবালোকে দার্জিলিংয়ে ম্যাল রোডে খুন হয়েছিলেন অখিল ভারতী গোর্খা লিগের সভাপতি মদন তামাঙ্গ। এবার সেই মামলায় আরও বিপাকে পড়লেন অন্যতম অভিযুক্ত গোর্চা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্ত সিবিআইকে নির্দেশ দিয়েছেন, এই মামলায় বিমল গুরুংকে অভিযুক্ত হিসেবে গ্রহণ করতে হবে। চার্জশিটেও তাঁর বিরুদ্ধে পাওয়া সমস্ত তথ্য-প্রমাণ নথিভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের নগর দায়রা আদালতের রায় এদিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিমল গুরুংকে যুক্ত করার আবেদনে সেই সময়ে কোনও সাড়া দেয়নি নিম্ন আদালত। মৃত মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং ও সিবিআইয়ের আবেদনের ভিত্তিতেই এদিন এই রায় দিল কলকাতা হাইকোর্ট।

Related Articles