Sambad Samakal

Kuwait: কুয়েতে মৃত্যু ৪২ ভারতীয় শ্রমিকের! বাঙালিদের খোঁজে তৎপর নবান্ন, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

Jun 13, 2024 @ 3:27 pm
Kuwait: কুয়েতে মৃত্যু ৪২ ভারতীয় শ্রমিকের! বাঙালিদের খোঁজে তৎপর নবান্ন, কী নির্দেশ মুখ্যমন্ত্রীর?

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৪২ জন ভারতীয় শ্রমিকের। যারমধ্যে বাংলারও এক জন রয়েছেন বলে জানা গিয়েছে এখনও। তবে অগ্নিদগ্ধ দেহ চিহ্নিতকরণে সমস্যা হওয়ায়, বাংলার আর কোনও শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত ভাবে জানা যাচ্ছে না।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলার মুখ্যসচিবকে গোটা বিষয়ে তদারকির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার ও কুয়েতের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখে বাঙালি শ্রমিকদের চিহ্নিতকরণের কাজ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই মৃত শ্রমিকদের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিহ্নিতকরণের জন্য।

Related Articles