Sambad Samakal

NEET Exam: নিটে বড়সড় বেনিয়ম! ফের দিতে হবে পরীক্ষা! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

Jun 13, 2024 @ 1:42 pm
NEET Exam: নিটে বড়সড় বেনিয়ম! ফের দিতে হবে পরীক্ষা! কী নির্দেশ সুপ্রিমকোর্টের?

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট পরীক্ষায় বড়সড় বেনিয়মের ইঙ্গিত! বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে কার্যত স্বীকার করে নিল কেন্দ্র! এদিন ন্যাশানল টেস্টিং এজেন্সির তরফ থেকে জানিয়ে দেওয়া হল যে ৬ সেন্টারের ১৫৬৩ জন পড়ুয়া গ্রেস মার্কস পেয়েছেন, তাদের ফের পরীক্ষায় বসতে হবে। ২৩ জুন হবে পরীক্ষা। ফলাফল প্রকাশি হবে ৩০ জুন।

ন্যাশানাল টেস্টিং এজেন্সির এই প্রস্তাব মেনে নিয়েছে সুপ্রিমকোর্ট। আপাতত কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনও ধরনের স্থগিতাদেশ দেওয়া হয়নি। পূর্ব নির্ধারিত ৬ জুলাই থেকেই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।

Related Articles