নিউটাউনের রেস্তোরাঁয় অশান্তি কাণ্ডে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। জানা যাচ্ছে, এদিন সকালে নিজের আইনজীবীর সঙ্গে বারাসাত আদালতে আসেন সোহম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের সামনে আত্মসমর্পণ করেন।
প্রসঙ্গত, নিউটাউনের রেস্তোরাঁয় মালিককে মারধরের ঘটনায় টেকনো সিটি থানায় সোহমের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের রয়েছে। অন্যদিকে, ইতিমধ্যেই দ্রুত তদন্ত ও নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দারস্থ হয়েছেন আক্রান্ত ব্যক্তি। যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সোহম।