ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজভবনে শুভেন্দু! লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেও, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার হিংসাত্মক ঘটনার খবর আসছে। এই পরিস্থিতিতে তাদের বহু কর্মী ‘ঘরছাড়া’ বলে দাবি বিজেপির। বৃহস্পতিবার সেই কর্মীদের নিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ‘নালিশ’ জানাতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জানা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান থেকে বাসে করে কর্মীদের নিয়ে আসা হয়েছে রাজভবনে। তাঁদের সঙ্গে নিয়েই রাজভবনে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী।