ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে অব্যাহত হিংসা! বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের জীবনতলায় উদ্ধার হল তৃণমূলের বুথ সভাপতির মৃতদেহ! জানা যাচ্ছে, মৃত তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল।
জীবনতলার অন্তর্গত ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি ছিলেন ওই ব্যক্তি। দেনা-পাওনা সংক্রান্ত অশান্তির জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এরসঙ্গে রাজনীতির যোগ নেই বলেও দাবি করেছেন স্থানীয়দের একাংশ। তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।