কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে! এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন! একযোগে কাজ করছে দমকলের ১৫টি ইঞ্জিন।
জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে আচমকাই কসবার অ্যাক্রোপলিস মলের চারতলার ফুড কোর্টে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। স্কাই-ল্যাডারের সাহায্যে মলের বাইরের দিকের কাঁচ ভেঙে ধোঁয়া বের করেন দমকলকর্মীরা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন মলের কর্মী থেকে উপস্থিত গ্রাহকরা। এই মুহূর্তে গ্যাস মাস্ক পরে মলের ভেতরে আগুনের উৎসস্থল নেভানোর কাজ করছে দমকল।
মলের কর্মী ও ভেতরে থাকা গ্রাহকদের অভিযোগ, আপদকালীন সিঁড়ি দিয়ে নেমে আসার সময় দেখা যায়, কার্যত অপ্রয়োজনীয় দ্রব্য স্তুপ করে রাখা হয়েছে সেখানে। কোনওমতে প্রাণ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। এই বিষয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। সমস্ত দিক ও অভিযোগ খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”