Sambad Samakal

BJP: ফের রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ! কোন মন্তব্যে জল্পনা?

Jun 14, 2024 @ 12:33 pm
BJP: ফের রাজ্য বিজেপির সভাপতি পদে দিলীপ! কোন মন্তব্যে জল্পনা?

চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর থেকে আসন থেকে হেরে যাওয়ার পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক অস্বস্তিকর মন্তব্য করছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে আচমকা শুক্রবার তাঁর ভোলবদলে শুরু হল নতুন জল্পনা। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও বিষয়েই মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেন, “এখন থেকে সংবাদমাধ্যমকে আমি আর কিছু বলব না। যা বলার জনতাকেই বলব।”

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার দলের কাছে প্রিয় হতে চাইছেন দিলীপ ঘোষ! রাজ্য বিজেপির সভাপতি পদে কি ফের তাঁর অভিষেক হতে চলেছে! তাই কি সংবাদমাধ্যমের সামনে দলের বিরুদ্ধে কোনও ‘বেফাঁস’ মন্তব্য থেকে বাঁচতে চাইছেন তিনি!

ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে, রাজ্য বিজেপি সভাপতির পদ ফাঁকা হতে চেলেছে। আর এই মুহূর্তে রাজ্য বিজেপির সবথেকে ‘অভিজ্ঞ’ ও ‘দক্ষ’ সংগঠক হিসেবে সেই পদের অন্যতম দাবিদার দিলীপ ঘোষ। আরএসএস-এর সঙ্গেও তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। সবমিলিয়ে এদিন দিলীপ ঘোষের নিজের করা মন্তব্যই ফের আরও এক জল্পনাকে উস্কে দিল রাজ্য রাজনীতিতে।

Related Articles