বাজেয়াপ্ত করা হল নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তি। কলকাতার পাটুলিতে ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হল একটি সংস্থার নামে রাখা ২ কোটি টাকাও। এছাড়াও
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের উত্তর ২৪ পরগনার খড়দায় আড়াই কোটি টাকা মূল্যের জমিও বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
