Sambad Samakal

TMC: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দিল তৃণমূল?

Jun 14, 2024 @ 11:53 am
TMC: রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে কাদের টিকিট দিল তৃণমূল?

আগামী ১০ জুলাই বাংলার রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে চেলেছে। শুক্রবার সকালে এই চারটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।

জানানো হয়েছে, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় মধুপর্ণা ঠাকুর ও মানিকতলায় সুপ্তি পাণ্ডে দলের প্রার্থী হচ্ছেন। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত চব্বিশের লোকসভা নির্বাচনে লড়ে পরাজিত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী ও মুকুটমনি অধিকারী। অন্যদিকে, বাগদায় মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ও মানিকতলায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

Related Articles