শুক্রবারই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল কসবার অ্যাক্রোপলিস মলে। আর শনিবার থেকে আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল জনপ্রিয় এই শপিং মল!
অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে গোটা মল। প্রসঙ্গত, গতকালের অগ্নিকাণ্ডে বড়সড় কোনও অঘটন না ঘটলেও একাধিক অভিযোগ উঠেছিল মল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আপদকালীন সিঁড়িতে আবর্জনার স্তুপ জড়ো করে রাখার অভিযোগ উঠেছিল। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছে দমকল বিভাগ। ফলে সবমিলিয়ে আপাতত বন্ধ থাকছে অ্যাক্রোপলিস মল।