চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর আসন থেকে হেরে যাওয়ার পরে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অধীর চৌধুরী। তবে জানা যাচ্ছে, এই বিষয়ে এখনই সম্মতি দেয়নি এআইসিসি। বরং রাজ্যসভা থেকে জিতিয়ে আনা হতে পারে তাঁকে।
সংবাদসংস্থা সূত্রে খবর, লোকসভার প্রাক্তন দলনেতা অধীর চৌধুরীকে এখনই ছাড়তে রাজি নয় সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। সাংসদ হিসেবে মোদির বিরুদ্ধে ক্ষুরধার লড়াইয়ে অধীরকে সামনেই রাখতে চাইছে এআইসিসি নেতৃত্ব।