বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী! জানা যাচ্ছে, শুক্রবার রাত ৮টা নাগাদ বসিরহাটের পিফা বাজারে একটি চায়ের দোকানে হামলা চালায় কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি। গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলকাব মালি।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ভর সন্ধ্যায় বাজারের মধ্যে সরাসরি গুলও চালানোর মত ঘটনায় স্বভাবতই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে।