কুয়েতের আবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়র। আর তাঁদের মধ্যে রয়েছেন বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়েক। শনিবার সকালে তাঁর কফিনবন্দি মরদেহ ফিরল রাজ্যে। কলকাতা বিমানবন্দরে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান দমকলমন্ত্রী সুজিত বসু, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
জানা যাচ্ছে, মৃত ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়েক দাঁতনের বাসিন্দা। দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার হয়ে কুয়েতে কর্মরত ছিলেন তিনি। এই আকস্মিক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তাঁর। দমকলমন্ত্রী সুজিত বসু জানান, “রাজ্য সরকার মৃতের পরিবারের পাশে সবরকম ভাবে রয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখান থেকে আমাদের প্রশাসনের কর্তারা দেহ নিয়ে দাঁতনের বাড়িতে যাবেন।”