শনিবার সাতসকালে মহেশতলায় বিস্ফোরণ! জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডারের তীব্র বিস্ফোরণের জেরে কার্যত ভেঙে গেল একটি বাড়ির চার তলার একাংশ! ঘটনায় জখম হয়েছেন বাড়ির মোট ৫ জন বাসিন্দা। যাঁদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরপর দু’বার বিস্ফোরণে কার্যত আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়।