রাজ্যের উত্তর প্রান্তে তীব্র বর্ষণ হলেও দক্ষিণে চলছে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। এই প্রেক্ষিতে আগেই দুপুরের বদলে সকালে স্কুল করানোর জন্য শিক্ষা দফতরকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছিল রাজ্য। এবার জানা যাচ্ছে, রাজ্যের অন্তত ৬০ শতাংশ স্কুল মর্নিং সেশন শুরু করতে চলেছে।
স্কুল শিক্ষা দফতরের জারি করা পরামর্শ অনুযায়ী, যে এলাকায় যে স্কুল অবস্থিত, সেখানকার পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। মর্নিং স্কুল চলাকালীন স্কুল পরিদর্শকদেরও, পরিদর্শন করার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।