‘গদ্দার’দের বহিষ্কার করা হবে দল থেকে! বীরভূমে বিজয় সম্বর্ধনা থেকে চরম হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায়!
এদিন তিনি বলেন, “দলে থেকে একাংশ বিজেপিকে সাহায্য করেছে। কারা কারা বিজেপির হয়ে ভোট করছে, সব জেনে গেছি। হিন্দু পাড়ায় গিয়ে বলেছে বিজেপিকে ভোট দাও, অন্য পাড়ায় বলেছে কংগ্রেসকে ভোট দাও! ক্ষমতা থাকলে প্রকাশ্যে বলুন তৃণমূল করব না। বিজেপি করুন, কংগ্রেস করুন। দল সময় হলে সব ব্যবস্থা নেবে।”