Sambad Samakal

Union Sporting: দীর্ঘ দশ বছর পরে হকির প্রথম ডিভিশনে ইউনিয়ন স্পোর্টিং! কী উদ্যোগ ক্লাবের?

Jun 15, 2024 @ 3:47 pm
Union Sporting: দীর্ঘ দশ বছর পরে হকির প্রথম ডিভিশনে ইউনিয়ন স্পোর্টিং! কী উদ্যোগ ক্লাবের?

কলকাতা ময়দানের ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রাচীণ একটি ক্লাবের নাম হল ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। একশো বছরেরও বেশি সময় ধরে ফুটবল, ক্রিকেট ও হকি টিম গড়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নতুন নতুন প্রতিভা তুলে আনার কাজ চালাচ্ছে তারা। এবার দীর্ঘ প্রায় দশ বছর পর হকির প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের তরুণ খেলোয়াড়রা। বাংলা থেকে প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়া হকি খেলাকে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের এই সাফল্য বেশ কিছুটা অক্সিজেন দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শুক্রবার ইউনিয়নের স্পোর্টিং ক্লাবের তরফে ময়দানের কালীঘাট টেন্টে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখান কলকাতা ময়দানের বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের তরুণ হকি টিমের খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন কোলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট শিবাজী দত্ত, প্রখ্যাত হকি খেলোয়াড় পার্থ মুখার্জি, ইউনিয়ন স্পোটিং ক্লাবের কর্মকর্তা সৌম্য দত্ত, অনিরুদ্ধ, বাবলু কোলে সহ অন্যান্যরা। এই উদ্যোগকে সফল করতে আন্তরিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কোলকাতা সোশ্যাল প্রজেক্টের কর্ণধার অঞ্জন দত্তও।

কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সদস্য সৌম্য দত্ত জানান,”আজকের দিনে খেলার জগতে পেশাদারিত্বই যেখানে প্রধান হয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু এখনও অনেক ক্লাব অতীতের গরিমাকে রক্ষা করতে, তীব্র আর্থিক কষ্ট নিয়েও খেলাধুলার মানোন্নয়নের জন্য কাজ করে চলেছে। বড় বাজেটের ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়েও ইউনিয়ন স্পোর্টিং ক্লাব কলকাতা ময়দানে আজও ক্রিকেট, হকি ও ফুটবল টিম নিয়ে আগামী দিনের ক্রীড়াবিদ গড়ার কাজে অগ্রনী ভুমিকা পালন করে চলেছে।”

Related Articles