শনিবার সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল আম জনতা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আজও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। তবে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে এদিন বিকেলের পরে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রাজ্যে পুরোদমে বর্ষা প্রবেশ করতে এখনও ৪/৫ দিন সময় লাগবে বলে মনে করছেন আবহবিদরা।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৫ শতাংশ।