পেটের সমস্যা নিয়ে রবিবার সকালে বাইপাসের ধারে একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এদিনই তাঁর একটি ছোট অস্ত্রোপচার হতে পারে। হাসপাতালে ভর্তি করে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই।
বাইপাসের ধারের হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক আদিশ বসুর নেতৃত্বে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে ছোট অস্ত্রোপচারের পরে এদিনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে অভিষেককে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে দিন কয়েক আগেই রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেনাপতি। মূলত কিছু শারীরিক সমস্যার কারণেই এই বিরতি বলে মনে করা হচ্ছিল। দ্রুত সুস্থ হয়ে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হোন অভিষেক, এই মুহূর্তে এই প্রার্থনাই করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।