ভোটে হেরে বন্ধ হয়েছে পানীয় জল! তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তুলে বিক্ষোভ-অবরোধে সামিল বিজেপি! রবিবার দুপুরে কুলটি বিধানসভা এলাকার আসানসোল-বরাকর সড়কে স্থানীয়দের সঙ্গে নিয়ে অবরোধে সামিল হন বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তাঁর দাবি, লোকসভা ভোটে কুলটি থেকে হেরে পানীয় জল বন্ধ করে দিয়েছে তৃণমূলের পুরসভা। আগে যেখানে এক ঘণ্টা জল থাকত, সেখানে মাত্র ১৫/২০ মিনিট জল দেওয়া হচ্ছে।
যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে কয়েক দিনের ঝড়-বৃষ্টির জেরে জলের লাইনে কিছু সমস্যা হয়েছে। দ্রুতই এই সমস্যা সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রায় ১৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। তৃণমূলের দাবি, এই ফলের নিরিখে জল বন্ধ করা হলে, আসানসোল দক্ষিণ বিধানসভাতেও তা করা হত। কারণ সেখানেও ভালো ফল করেছিল বিজেপি।