ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এই ইস্যুতেই এবার গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিপ্লব দেব নিজে হচ্ছেন সন্ত্রাসের মাস্টারমাইন্ড। কীভাবে ত্রিপুরায় গণতন্ত্র কেড়ে নিয়েছে, তা সকলে জানে। তৃণমূল ভোর পরবর্তী সন্ত্রাসে বিশ্বাস করে না। আমরা কোনও ধরনের হিংসায় বিশ্বাস করি না। ভোটের পরেও তৃণমূলের কর্মীরাই নিজের জীবনের বলিদান দিচ্ছে। আর দু-একটা যা ঘটনা ঘটছে, তা সারাবছরই হয়, পাড়ায় এলাকায় গণ্ডগোল থেকে। আমি উত্তরবঙ্গ ঘুরে এসেছি, আপনাদের বলছি মিলিয়ে নেবেন, আগামী বিধানসভা ভোটে বিজেপি যে দু-চার যায়গায় আছে, সেটাও শূন্য হয়ে যাবে।”