Sambad Samakal

Nimtala: নিমতলায় গঙ্গায় পড়ল গাড়ি! অল্পের জন্য রক্ষা কিশোরের

Jun 16, 2024 @ 1:12 pm
Nimtala: নিমতলায় গঙ্গায় পড়ল গাড়ি! অল্পের জন্য রক্ষা কিশোরের

রবিবার সকালে নিমতলা ঘাটে আচমকাই গঙ্গায় পড়ল গাড়ি! অল্পের জন্য রক্ষা পেল কিশোর! জানা যাচ্ছে, রুবি হাসপাতাল এলাকা থেকে নিমতলা এলাকায় পুজো দিতে গিয়েছিলেন এক দম্পতি। গঙ্গার ধারের ঘাটে পার্কিংয়ে ছিল গাড়িটি। পরে ফিরে এসে কিশোর গাড়িতে চেপে বসতেই, তা গড়িয়ে জলে পড়ে যায়।

তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় কিশোরকে উদ্ধার করা হলেও, সম্পূর্ণ ডুবে যায় গাড়িটি। পরে বড় ক্রেন নিয়ে এসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী গাড়িটি উদ্ধার করে।

Related Articles