আগামী ১০ জুলাই বাংলার চার বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সোমবার প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির।
জানানো হয়েছে, উপনির্বাচনে বিজেপির হয়ে মানিকতলা থেকে লড়বেন কল্যাণ চৌবে, বাগদা থেকে লড়বেন বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণ থেকে লড়বেন মনোজ কুমার বিশ্বাস ও রায়গঞ্জ থেকে লড়বেন মানস কুমার ঘোষ।