সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! জানা যাচ্ছে, লাইনচ্যুত হয়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি কামরা। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা কত জন হতাহত, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার অভিঘাতে ট্রেনের দু’টি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই দুর্ঘটনার পরে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। শেষ পাওয়া খবর অনুযায়ী, রেলের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকল রওনা হয়েছে।