সোমবার সকালে নিউ জলপাইগুড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যাত্রীরা ছাড়াও ইতিমধ্যেই মৃত্যু হয়েছে মালগাড়ির চালকেরও। যদিও সেই দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, অন্তত ২৫ থেকে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। যাঁদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে জেলা ও রেল প্রশাসনের সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ ও এনডিআরএফ সদস্যরাও।