Sambad Samakal

Kanchanjungha Express: মালগাড়ির চালকেরই ভুল! কীভাবে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা, কী দাবি রেলের?

Jun 17, 2024 @ 1:28 pm
Kanchanjungha Express: মালগাড়ির চালকেরই ভুল! কীভাবে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা, কী দাবি রেলের?

মালগাড়ির চালকেরই ভুল! কীভাবে দুর্ঘটনার শিকার হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কীভাবে একই লাইনে চলে এল মালগাড়ি? সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে প্রাথমিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানাল রেলবোর্ড।

এদিন রেলবোর্ডের সিইও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনা ‘হিউম্যান এরর’-এর ফল। মালগাড়ির চালক সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার ফলেই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কেন মালগাড়ির চালকরা সিগন্যাল অমান্য করে এগিয়ে গেলেন, তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি। দৃশ্যমানতার অভাব, খারাপ আবহাওয়া নাকি লাইনের সমস্যা তা পূর্নাঙ্গ তদন্তের পরেই জানা যাবে বলে খবর। কারণ মালগাড়ির দুই চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

Related Articles